পাড়া: দুবড়া ষোলআনা দূর্গা মন্দিরের দূর্গাপূজা এ বছর পদার্পণ করল ১২৭ তম বর্ষে
Para, Purulia | Sep 28, 2025 পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত দুবড়া ষোলআনা দূর্গা মন্দিরের দূর্গাপূজা এ বছর পদার্পণ করল ১২৭ তম বর্ষে। দীর্ঘ ঐতিহ্যবাহী এই পূজা আজও সমান উৎসাহে মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছে। প্রতিবছরের মতো এবছরও মহাসমারোহে আয়োজন করা হয়েছে পূজার। রবিবার মহাষষ্ঠীর বিকেল পাঁচটা থেকেই পূজামণ্ডপ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। প্রায় সাত লক্ষ টাকার বাজেটে এবারের পূজো আয়োজিত হয়েছে। পুরো দুবড়া বাজার চত্বরকে সাজানো হয়েছে আধুনিক রঙিন আলোকসজ্জায়, য