ময়না: শিমুলিয়াতে একটি প্রাইভেট স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু,খুনের অভিযোগ পরিবারের
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে শিমুলিয়ার একটি প্রাইভেট স্কুলে সন্দীপ খাটুয়া নামে সপ্তম শ্রেণী এক ছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে বিকেলে পরিবারকে ফোন করে জানানো হয় তাদের সন্তান অসুস্থ পরিবারের লোকজন ভগবানপুর গ্রামীণ হসপিটালে গেলে জানতে পারে সান্দ্বিপ মারা গেছে গতকালই তাকে স্কুলের হোস্টেলে দিয়ে এসেছিল ক্লাস থ্রি থেকে সে এই স্কুলে পড়াশোনা করত | পূজোর ছুটির পাস স্কুল খুললে গতকাল স্কুলে দিয়ে আসে |মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি |