কোচবিহার ১: মৃত ব্যক্তির পরিবারের সাথে গিয়ে দেখা করলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পানিশালা এলাকায়
রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পানি শালা অঞ্চলের মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি পানি শালায় গিয়ে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খোকন মিয়া। প্রসঙ্গত দিন কয়েক আগে বিবেকানন্দ স্টিল সংলগ্ন আইটিআই মোড়ে পথদুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘটে। আজ সেই পরিবারের পাশে গিয়ে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে রয়েছে এই বার্তা দিলেন তিনি