আজ বুধবার দুপুরে কলকাতার সল্টলেকে আইপ্যাকের দপ্তরে হানা ডেই এডি। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ তৃণমূলের। বিক্ষোভ দেখানো হয় খড়গপুর গ্রামীণ বিধানসভাতেও। পাঁচখুরী চক এলাকায় তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল বিকেল প্রায় পাঁচটা নাগাদ আয়োজন করা হয় প্রতিবাদ মিছিলের।