বরজোড়া: বাঁকুড়াজেলা পুলিশের তরফে বড়জোড়ায় হাইওয়ে ট্রাফিকের নবনির্মিত অফিস ও বেলিয়াতোড়ে সাব-ট্রাফিক গার্ড অফিসের শুভউদ্বোধন
শুক্রবার আনুমানিক বিকেল পাঁচটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার বড়জোড়ায় বাঁকুড়া জেলা পুলিশের তরফে বড়জোড়ায় হাইওয়ে ট্রাফিকের নবনির্মিত অফিস ও বেলিয়াতোড়ে সাব-ট্রাফিক গার্ড অফিসের শুভউদ্বোধন করলেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি।