সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে অঞ্চল সভাপতি পদে রদবদল ঘটালো তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটর চানক অঞ্চলে পতিতপাবন মণ্ডলকে নতুন অঞ্চল সভাপতি করা হল। আর তার নাম ঘোষণার পরেই শুক্রবার উচ্ছ্বাসে ভাসল এলাকা। জালপাড়ার দলীয় কার্যালয়ে এদিন আনুমানিক বিকাল ৪টা নাগাদ কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভীড় জমে যায়। মালা ও মিষ্টিতে শুভেচ্ছা জানানো হয় নবনিযুক্ত সভাপতিকে। কর্মীদের উদ্যোগে পথচলতি মানুষদেরও মিষ্টিমুখ করানো হয়।