হবিবপুর: মালদা ক্রিয়েটার্স ফ্রেন্ড গ্রুপের উদ্যোগে আইহোতে অনুষ্ঠিত হলো ফেসবুক ভাইরাল কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা
মালদা ক্রিয়েটার্স ফ্রেন্ড গ্রুপের উদ্যোগে রবিবার দুপুরে আইহো রঙ্গলি লজে অনুষ্ঠিত হলো ফেসবুক ভাইরাল কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা,সংস্থার কর্তারা জানান, মালদা জেলার বিভিন্ন ব্লক ছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও ফারাক্কা থেকে কনটেন্ট ক্রিয়েটররা এই অনুষ্ঠানে অংশ নেন। অতিথিদের ফুলের তোড়া, উত্তরীয় ও মেমেনটো দিয়ে বরণ করে নেন আয়োজকরা।