ক্যানিং ১: উচ্ছেদের বিরুদ্ধে রেল হকারদের বিক্ষোভ ও প্রতিবাদ ক্যানিংয়ে
উচ্ছেদের বিরুদ্ধে রেল হকারদের বিক্ষোভ ও প্রতিবাদ ক্যানিংয়ে। ক্যানিং রেল স্টেশান সুন্দরবনের প্রবেশদ্বার বলে খ্যাত। রেলমন্ত্রী থাকাকালীন এই রেল স্টেশানকে মডেল রেল স্টেশান ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজও এই মডেল স্টেশানে পরিনত হয়নি এটি। অন্যদিকে সম্প্রতি এই স্টেশানকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছে রেল দফতর। আর তাই এই স্টেশান ও স্টেশান চত্বরের উন্নতির জন্য নানা ধরনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কিন্তু রেল স্টেশান চত্বরে প্