ফরাক্কা: ফরাক্কা ব্যারেজের উপর হঠাৎ ছিঁড়ে গেলো ইলেক্ট্রিক তার" ব্যারেজের উপরেই আটকে রইলো রেল। সমস্যায় রেলযাত্রী
মুর্শিদাবাদ ; নিউ ফরাক্কা স্টেশন প্রবেশের মুখে ফরাক্কা ব্যারেজের উপর হঠাৎ ছিঁড়ে গেলো ইলেক্ট্রিক তার। ব্যারেজের উপরেই আটকে পড়ল যাত্রীবাহী মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। রবিবার সকালে সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন। ফলে ব্যাপক সমস্যায় যাত্রীরা। ব্যারেজের রেল লাইনের উপর ট্রেনটি আটকে পড়ায় বাকি ট্রেনগুলোও আটকে পড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছেন রেল দপ্তরের কর্মকর্তারা। রয়েছে RPF আধিকারিকরাও। মালদার দিক থেকে নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জ যাও