বরাবাজার: চিরুডি গ্রামে ঢোকার রাস্তা দীর্ঘদিন বেহাল, গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স, সমস্যায় গ্রামবাসীরা
গ্রামে ঢোকার নেই ভালো রাস্তা, দীর্ঘ দিন ভেঙে রয়েছে কালভার্ট, গ্রামের রোগী হলে কোনোভাবেই অ্যাম্বুলেন্স ঢোকে না গ্রামে। প্রায় এক কিলোমিটার রোগীকে অন্য উপায়ে বয়ে নিয়ে যেতে হয় এম্বুলেন্সে চাপাতে। এমনই এক গ্রামের চিত্র ফুটে উঠলো মঙ্গলবার দুপুরে পাবলিক অ্যাপের ক্যামেরায়।বরাবাজার ব্লকের অন্তর্গত চিরুডি গ্রামের মানুষের অভিযোগ, প্রশাসন দেখেও না দেখার ভান করে রয়েছে। গ্রাম থেকে বের হওয়ার কোনো ভালো রাস্তা নেই চাষিরা ধান নিয়ে আসতে গরুর গাড়ি বা ট্রাকটার ব্যবহ