গাজোল: কবি সম্রাট অসীম সরকার রাঙাভিটা বেসরকারি ১ লজে এসে SIR & CA নিয়ে একাধিক বার্তা ও TMC কে কটাক্ষ করে অনেক বক্তব্য রাখেন
Gazole, Maldah | Nov 10, 2025 মালদার গাজোল সার্বজনীন ২৮ তম রাস উৎসব অনুষ্ঠানে দুদিনের জন্য কবিগান করতে আছেন কবি সম্রাট অসীম সরকার।তিনি হরিণ ঘাটার বিজেপির বিধায়ক। গাজোলের রাঙাভিটা এলাকায় এক বেসরকারি লজে এসে সোমবার সকাল দশটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি SIR ও CA নিয়ে এই বিষয়ে কবি সম্রাট অসীম সরকার অর্থাৎ হরিণ ঘাটার বিধায়ক বলেন : SIR এর ফলে ওপার বাংলা থেকে আসা যে সমস্ত উদ্বাস্তুর নাম কাটা যাবে। তারা CA ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করুন তাদের নথিভুক্ত দেওয়ার ডাইভার বহন করবে বিজেপি। এ