বোলপুর-শ্রীনিকেতন: বোলপুর থানার আইসি এবং পুলিশ কর্মীরা টাকা তুলছে অভিযোগ তুলে থানা ঘেরাও করলো বোলপুর নাগরিক কমিটি
বোলপুর থানা ঘেরাও করলো বোলপুর নাগরিক মঞ্চ। তাদের মূলত দাবি বোলপুর থানার আইসি ও বোলপুর থানার পুলিশ বেআইনি বালিরঘাট চালাচ্ছে বালি ব্যবসায়ীদেরকে সঙ্গে নিয়ে এছাড়াও পথ চলতি মানুষের কাছ থেকে ট্রাফিক ফাইন এর নাম করে টাকা নেওয়া হচ্ছে একাধিক দাবি তুলে থানা ঘেরাও করল বোলপুর নাগরিক মঞ্চ। আর সেই থানা ঘেরাও কর্মসূচি থেকেই স্লোগান উঠে এল রাখাল-বাগানের সঙ্গে মিশে রয়েছ