মঙ্গলকোট: এদেশের নাগরিকদের নাগরিকত্ব না দেওয়ার প্রচেষ্টা চলছে, মঙ্গলকোটের নিগনে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হল CPI(M)
এদেশের নাগরিকদের নাগরিকত্ব না দেওয়ার যে প্রচেষ্টা চলছে এবং বিভিন্ন অজুহাতে তাদেরকে এখান থেকে বিতারিত করার যে প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিল সিপিআইএম। মঙ্গলকোটের নিগনে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্যদিয়ে শুক্রবার নভেম্বর বিপ্লবের ১০৯তম দিবস উদযাপন করা হয়। এদিন আনুমানিক সকাল সাড়ে ১১টা নাগাদ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা কমিটির সহ-সভাপতি দুর্যোধন সর।