বর্ধমান ১: শক্তিগড় থানা এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের
মৃতের নাম শৈলেশ কুমার(২৬)। বিহারে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে লরিতে স্ক্র্যাপ বোঝাই করে কলকা কলকাতার দিক থেকে রানিগঞ্জ যাচ্ছিলেন তিনি। শক্তিগড় থানা এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে স্ক্র্যাপ বোঝাই লরিটি ধাক্কা মারে। তাতে শৈলেশ গুরুতর জখম হন। পুলিশ তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।