বারাসাত সেবাঙ্গন কমিউনিটি হেলথ সার্ভিস সেন্টারের অন্যতম সদস্য মদন মোহন পাল মহাশয়ের মৃত্যু দিবস উপলক্ষে বোলাড়া গ্রামে আয়োজন করা হল বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। ওন্দা যুব সমাজের উদ্যোগে এবং দুর্গাপুরের গৌরী দেবী হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত শিবিরে বহু মানুষ চিকিৎসা পরামর্শ নেন। মানবসেবায় মদনবাবুর অবদান স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। শিবির সফল করতে সহযোগিতা করে বারাসাত সেবাঙ্গন–বাঁকুড়া জেলা ইউনিট ও স্থানীয় বাসিন্দারা।