চোপড়া: ট্রেন থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তিন মাইল রোড রেল স্টেশন এলাকায়
ট্রেন থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির* এদিন তিন মাইল রোড রেল স্টেশনের পাশে ইলেকট্রিক পোল ৩৯/২২-২৩ ও পিলার ৩৯/৫-৬ মধ্যে এক অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। জানা গেছে ডাউন ১৫৯০৯ অবদ আসাম এক্সপ্রেস থেকে এক যাত্রী পড়ে গিয়ে মৃত্যু হয় বলে অনুমান রেল পুলিশের। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের তিন মাইল হাট স্টেশন এলাকায়। ঘটনা ব্যপক চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যাক্তি ট্রেন থেকে ঘুমের ঝুলে পড়ে যাওয়ায় মৃত্যু না কেউ ধাক্কা দিয়ে ফেল