খোয়াই: রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় ৩-০ গোলের ব্যবধানে জয়ী ধলাই জেলা
Khowai, Khowai | Nov 2, 2025 রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় ৩-০ গোলের ব্যবধানে জয়ী ধলাই জেলা এদিন উত্তর ত্রিপুরাকে ৩-০ গোলের ব্যবধানে হারায় ধরায় জেলা। এদিন বিকেল চারটা নাগাদ ফলাফলটি উঠে আসে। উল্লেখ্য গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়।