রানিনগর ২: জমির আল কাটাকে কেন্দ্র করে মারা মারি আহত ১ গোধনপাড়ায় " গ্রেপ্তার অভিযুক্ত
জমির আল কাটাকে কেন্দ্র করে মারা মারি আহত ১ ঘটনাটি ঘটেছে আজ দুপুরে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার গধনপাড়া গ্রামে রাজিব প্রামানিক ও টিটু শেখের জমি পাশাপাশি জমি আর সেই জমি টিটু শেখ জমির আলকাটার সময় রাজীব প্রামানিকের জমিতে চলে যাই আর তা নিয়ে শুরু হয় দুজনের মধ্যে বচা সে বচা চরণে পৌঁছতেই ধারালো হাসো আর কোপ মারেন টিটু শেখ রাজীব প্রামানিক কে ঘটনাস্থলে গুরুতর আহত হয় রাজীব প্রামানিক স্থানীয় লোকজনের তৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা হয় গোধন পাড়া গ্রামীণ হা