লাভপুর: অজানা সাপের তাণ্ডবে মৃত্যু একাধিক চাষির! ঘটনায় আতঙ্কে লাভপুরের চাষিরা
Labpur, Birbhum | Oct 28, 2025 অজনা সাপের কামড়ে লাভপুর ব্লক এলাকায় দশদিনে মৃত্যু তিন চাষির, ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।উল্লেখ্য, লাভপুর ব্লকের ইন্দাস ও বিপ্রটিকুরী অঞ্চলে কৃষি জমিতে কাজে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো তিনজনের।দিন দুয়েক আগে অজিত হাজরা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সপ্তাহখানেক আগে জমিতে কীটনাশক ছড়াতে গিয়ে সাপে কাটে ওই চাষি কে। মৃত ব্যক্তির বাড়ি লাভপুরের ইন্দাস অঞ্চলের লোহাড্ডা গ্রামে।একই রকম ভাবে লাভপ