ঝালদা ২: টালি সেন্টারে বিড়ি শ্রমিকদের হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবি, অবস্থান বিক্ষোভের সমাপ্তি বিড়ি কারিগর যৌথ সংগ্রাম কমিটির
ঝালদা দু'নম্বর ব্লকের টালি সেন্টার এলাকায় বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালটিকে পূর্ণাঙ্গ রূপে চালু করার দাবিতে শ্রমিকদের হাসপাতালের সামনে পুরুলিয়া জেলা ব্রিড়ি কারিগর ইউনিয়ন যৌথ সংগ্রাম কমিটির দু'দিনব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি শেষ হলো আজ বিকালে । এই আন্দোলনে সংগঠনের জেলা নেতৃত্ব যোগ দিয়েছিলেন ।