ক্যানিং ১: তালদিতে গৃহস্থের বাড়ি থেকে উধাও দু লক্ষের বেশি টাকার সোনা ও রূপার গহনা
সোনা ও রূপার গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ক্যানিং থানার তালদির ঘটনা। শান্তি বৈদ্য নামে এক মহিলার বাড়ি থেকে সোনা ও রূপার গহনা চুরির ঘটনা ঘটেছে। ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে পুলিশ।