রঘুনাথপুর ২: মুচকুন্দা গ্রামে বাজ পড়ে মৃত দুই যুবকের পরিবারে দলীয় নেতৃত্বদের নিয়ে পৌঁছালেন বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি
মুচকুন্দা গ্রামের অদূরে পুকুরে মাছ ধরতে গিয়ে বাজ পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় এক কিশোর আহত হয়।এদিকে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে রবিবার মৃত দুই যুবকের পরিবারে যান দলের নেতৃত্ব বৃন্দদের সাথে নিয়ে এলাকার তথা পাড়া বিধানসভার বিজেপির বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি।বিধায়ক রবিবার বিকেল 4টে নাগাদ জানান,খুবই মর্মান্তিক ঘটনা।খবর পেয়ে এদিন ঐ পরিবারে গিয়ে সমবেদনা জানাই।পাশাপাশি ঐ পরিবারের পাশে রয়েছি।