বিশালগড়: বিশালগড় মন্ডলের ১৬ নং বুথ সভাপতি প্রয়াত বাবুল ভূঁইয়ার স্মরণ সভা
বিশালগড়_মন্ডল অন্তর্গত ১৬ নং বুথ সভাপতি প্রয়াত বাবুল ভূঁইয়া মহোদয়ের স্মরণ সভায় আজ অংশগ্রহণ করি। নআমরা হারিয়েছি একজন দলের একনিষ্ঠ নেতৃত্বকে।দলের প্রতি উনার অবদান ভুলার নয়। এদিনের স্মরণ সভায় কথাগুলি বললেন বিধায়ক সুশান্ত দেব।