জেলা নিয়ন্ত্রিত বাজার কমিটির তরফে সুফল বাংলা স্টলে বিক্রির জন্য সরাসরি চাষীদের থেকে কেনা হল ফুলকপি। ১ কেজি সাইজের ফুলকপি ২০ টাকা এবং এক থেকে দেড় কেজি ওজনের ফুলকপি ২৪ টাকা দরে কেনা হয়েছে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের কিষাণ মান্ডি এবং কালেখাতলা বাজার দুটি জায়গা থেকেই বুধবার প্রায় ৫০০ পিসের উপর ফুলকপি কেনা হয়। সরকারি সহায়ক মূল্যে ভালো দাম পেয়ে খুশি এলাকার চাষীরা।