নলহাটি ১: চিরাচরিত প্রথা মেনে মহাসপ্তমীর সকালে নবপত্রিকায় স্নান ও মঙ্গল ঘটের দোলা কামারপাড়া দুর্গা মন্দিরে আসার পরে সিঁদুর খেলা
চিরাচরিত প্রথা মেনে আজ মহাসপ্তমীর সকালে নবপত্রিকায় স্নান ও মঙ্গল ঘটের দোলা কামারপাড়া দুর্গা মন্দিরে আসার পরে সিঁদুর খেলায় মাতলেন স্থানীয় মহিলারা। আজ সোমবার মহাসপ্তমী,সকাল ৬ টা নাগাদ শোভাযাত্রা করে নলহাটি কামারপাড়া দুর্গা মন্দিরের দুর্গাপুজোর নবপত্রিকায় স্নান ও মঙ্গল ঘট ভরা হলো স্থানীয় পুকুরে, চিরাচরিত প্রথা মেনে দোলায় করে নবপত্রিকাকে স্নান ও মঙ্গল ঘট আনা হয়, এবং এই নবপত্রিকার দোলা দূর্গা মন্দিরে আসার পরে স্থানীয় মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায় ।