নলহাটি ১: ৫১ সতী পীঠের ১ সতীপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দির মা নলাটেশ্বরী আজ পূজিত হোন দক্ষিণা কালী রূপে
৫১ সতী পীঠের ১ সতীপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দির মা নলাটেশ্বরী আজ পূজিত হোন দক্ষিণা কালী রূপে।এমনটাই আজ সোমবার সকাল ৯টা নাগাদ জানালেন নলহাটি নলাটেশ্বরী মন্দিরের সেরূপে।আজ কালীপুজো আজকের দিনে চিরাচরিত প্রথা মেনে অমাবস্যা তিথীতে রাত্রে হয় মা নলাটেশ্বরীর দক্ষিণা কালীরূপে বিশেষ পুজো।বিশেষ সাজে সাজানো হয় মা নলাটেশ্বরীকে এবং নিবেদন করা হয় বিশেষ ভোগ।মন্দিরে পুজো দিতে ভিড় করেন শতাধিক ভক্তরা। সমস্ত আচার বিধি মেনে করা হয় মা নলাটেশ্বরীকে দক্ষিণা কালী রূপে পুজো।