রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত ভালুকা অঞ্চলের দেগুন গ্রামে অনুষ্ঠিত হয় এক বিরাট ধর্মীয় জালসা। গ্রামের ঈদগাহ ও কবরস্থানের উন্নয়ন কল্পে এই জালসার আয়োজন করে দেগুন জালসা কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন, স্থানীয় জালসা কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ।