রামনগর মহাকাল বাসস্ট্যান্ডে বিজেপি তিন নম্বর মন্ডল এর উদ্যোগে আয়োজিত হল পরিবর্তন সংকল্প যাত্রা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন তিন নম্বর মন্ডলের সভাপতী সত্যেন পঞ্চউপধ্যায় তার আহবানে শতাধিক কর্মী সমর্থক সভায় উপস্থিত ছিলেন, এই সভা থেকে শাসকদলের চুড়ি দুর্নীতি খুন ধর্ষণ সহ একাধিক বিষয় তুলে ধরা হয় |