এবছর বর্ষার ধানের ফলন ৪০ বছরের থেকে কম, দাবি ভাতার ব্লকের কৃষকদের। বুধবার পাঁচটার সময় এক কৃষক জানালেন যারা ভাগ চাষ করেছে তাদের বিঘায় ২০০০ টাকা করে লস হয়েছে। ভাতার ব্লকের প্রধান কৃষিজাত ফসল হলো ধান। আর সেই ধান চাষ করে সারা বছর সংসার চালান এলাকার চাষিরা। এ বছর অতি বর্ষা। তাই ধানের ফলন ভালো হয়নি দাবি চাষিদের। ব্যাপক ধান চাষে ক্ষতি হয়েছে বলে দাবি চাষিদের।