হিলি: সাংসদ শারদ সম্মান পেল হিলির তিনটি ক্লাব, প্রথম স্থান অধিকার করেছে হিলি বিপ্লবী সংঘ
এই প্রথমবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লক ও টাউনের পুজো উদ্যোক্তাদের উৎসাহ বাড়াতে সাংসদ শারদ সম্মান দেওয়া হল৷ প্রতিটি ব্লক ও টাউনের সেরা তিনটি পুজো উদ্যোক্তাদের হাতে পুরস্কৃত করা হয়। হিলি ব্লকের তিনটি পুজো উদ্যোক্তাদের মধ্যে প্রথম হয়েছে হিলি বিপ্লবী সংঘ। বৃহস্পতিবার বিকেলে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।