নিষিদ্ধ মাদক দ্রব্য পাচারের অভিযোগ এ বাগদা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি বছরের নভেম্বর মাসের ২৪ তারিখে নিষিদ্ধ মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সাথে যুক্ত থাকা এই ব্যক্তিকে গতকাল রাতে বাগদা এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।