নলহাটি ২: লোহাপুরে বিদ্যুৎ দপ্তরে মহাধুমধাম করে আয়োজিত হয় বিশ্বকর্মা পূজো
১৭ই সেপ্টেম্বর বুধবার সকাল থেকেই শুরু হয় নলহাটি দুই নম্বর ব্লকের লোহাপুর , শীতলগ্রাম, ভদ্রপুর সহ আরো বিভিন্ন গ্রামে বিশ্বকর্মা পূজো।লোহাপুরে বিদ্যুৎ দপ্তরের মহাধুমধাম করে নিষ্ঠা সহকারে পূজো করা হয় বিশ্বকর্মা ঠাকুরের। উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা।সেই পূজোর ছবি ধরা পরল দুপুর বারোটা নাগাদ।