শীতলকুচি: পঞ্চারহাট এলাকায় গবাদি পশু জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারধরের ঘটনায় মৃত এক মহিলা, ঘটনাস্থলে পুলিশ
মঙ্গলবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত পঞ্চারহাট এলাকায় গবাদি পশু জমিতে যাওয়াতে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মহিলার মারধরের ঘটনা মৃত এক মহিলা। মৃতের পরিবারের দাবি তাদের বাড়ির ছাগল প্রতিবেশীর জমিতে গেলে প্রতিবেশীর সাথে কথা কাটাকাটি শুরু হয় এরপর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে এরফলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই মহিলা ।পরে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে বলে ঘোষণা করে। গোটা ঘটনার তদন্তে করছে পুলিশ।