মেদিনীপুর: কিছুক্ষণের মধ্যেই ছট পুজো! দুপুর তিনটের আগে পুরো ঘাট ঝাটিয়ে পরিষ্কার করে পরিকাঠামো সম্পন্ন ডিএভি ঘাটে
কিছুক্ষণের মধ্যেই ছট পুজো শুরু হচ্ছে বিভিন্ন নদীর ঘাট গুলিতে। মেদিনীপুরের ডিএভি ঘাটে পরিকাঠামো তৈরীর কাজ শুরু হয়েছিল দুদিন আগে থেকেই। এবার পরিছন্ন করতে পৌরসভার কর্মীরা, ঝাঁটিয়ে পুরো চত্বর পরিস্কার করলেন নদীর পাড়ে। মঞ্চ তৈরি করার সহ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর চন্দ্রানি দাস।