কাটোয়া ২: আধুনিক পদ্ধতি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে চাষ, নতুনগ্রামের আধুনিক প্রযুক্তি দেখে উচ্ছ্বসিত কৃষকরা
কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনগ্রামে আজ এক অভিনব প্রদর্শনী আয়োজন করা হয়। স্থানীয় মাঠে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করে দেখানো হয় কীভাবে অল্প সময়ে ও কম খরচে জমির পরিচর্যা সম্ভব।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া ২ ব্লকের সহ-কৃষি অধিকর্তা সুমনা মণ্ডল ও কৃষি দফতরের অন্যান্য আধিকারিকরা। কৃষকদের জানানো হয়, ড্রোন ব্যবহার করলে চাষের খরচ অনেকটাই কমবে।