আউশগ্রাম ২: আউশগ্রামের ধনকড়ায় পুজাচর্নার মাধ্যমে রাস্তার কাজের শুভারম্ভ করা হল, উপস্থিত ছিলেন SBSTC চেয়ারম্যান ও ব্লক সভাপতি
গ্রামের আরাধ্যা দেবতা ধনেশ্বর। আর তারই নামে গ্রামের নামকরণ হয় ধনকড়া। পুজাচর্নার মাধ্যমে সোমবার সেই ধনেশ্বর বাবার মন্দিরে যাওয়ার রাস্তাটির কাজের শুভারম্ভ করা হল। এদিন আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ এই কর্মসূচিতে হাজির ছিলেন ধনকড়া গ্রামের ভূমিপুত্র দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বাগ সহ অনান্যরা।