সাব্রুম: মনুঘাটে স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে মহালয়া থেকে নব দূর্গা পুজা শুরু হয়েছে,ভক্তদের মধ্যে দারুন উৎসাহ
সাব্রুম মহকুমার মনুঘাটে স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে মহালয়া থেকে নব দূর্গা পুজা শুরু হয়েছে,ভক্তদের মধ্যে দারুন উৎসাহ।২২ শে সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের জানান।সাব্রুম মহকুমার মনুঘাটে অনেক পুরানো ক্লাব স্বামী বিবেকানন্দ ক্লাব।এই ক্লাবে প্রত্যেক বৎসরই রীতিনীতি মেনে দূর্গা পুজা হয়।এই বৎসরও ব্যতিক্রম ঘটে নি।মহালয় থেকে শুরু হয় পুজা।পুজা চলবে দশদিন ব্যাপী।