বর্ধমান ১: বনবিভাগে নিয়োগ দুর্নীতি নিয়ে পোষ্টার,চাঞ্চল্য বর্ধমানে
মঙ্গলবার বর্ধমান বনবিভাগে নিয়োগ দুর্নীতি নিয়ে পোষ্টার পড়ল বর্ধমানের (জুলজিক্যাল পার্ক) রমনাবাগানের গেটের সামনে, পোস্টার ঘিরে চাঞ্চল্য বন বিভাগে। যদিও এই বিষয় মুখ খুলতে নারাজ বনদপ্তর। পোস্টারে লেখা রয়েছে,সম্প্রতি বর্ধমান বনবিভাগে কোনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। জাইকা (JICA) সেকশনে তন্ময় মুখার্জী নামক এক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে, যিনি কন্ট্রাক্টর বিপ্লব চৌধুরীর পরিবারের লোক বলে জানা গেছে।