গাজোল: ভারতের বন্দে মাতরম সংগীতের ১৫০ তম পূর্তি উপলক্ষে শোভাযাত্রার মধ্য দিয়ে শংকরপুর কালী মন্দিরে মোমবাতি জ্বালিয়ে উদযাপন হয
Gazole, Maldah | Nov 8, 2025 ভারতের রাষ্ট্রিয় সংগীত বন্দে মাতরম সংগীত টি ১৮৭৫ সালে ৭ এ নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দেমাতরম রচিতা করেছিলেন আর তারি বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ গাজোল বিধানসভার বিধায়কের উদ্যোগে গাজোলের বামন গোলা মোড় থেকে ভারতের জাতীয় পতাকা নিয়ে বিজেপির সকল কার্য কর্তারা একটি পদযাত্রা রেলি ও বন্দেমাতরম সংগীতের মধ্যে দিয়ে স্থানীয় গাজোল শহরে পরিক্রমা করে গাজোল শংকরপুর কালী মন্দির এসে পদযাত্রা টি সমাপ্ত করেন এরপর ১৫০ বছরের