শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলির শ্রীরামপুর পৌরসভার Sewage Office-এ বিশ্বকর্মা পূজার অনুষ্ঠানে পৌরপ্রধান, সিআইসি মেম্বার ও পৌর সদস্যরা
বুধবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে হুগলির শ্রীরামপুরে Sewage Office-র কর্মীদের মধ্যে দুটি করে ইউনিফর্ম ও নমস্তে কিট কিট বিতরণ। উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা, সিআইসি মেম্বার সন্তোষ কুমার সিং, তিয়াসা মুখার্জী, পিন্টু নাগ এবং অন্যান্য পৌর সদস্যরা ও বহু বিশিষ্ট ব্যক্তিরা।