শান্তিপুর: দুষ্কৃতী তান্ডব শান্তিপুরে,শ্যামবাজারে মোবাইল ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দুষ্কৃতীদের,তদন্তে পুলিশ
Santipur, Nadia | Sep 17, 2025 আবারও দুষ্কৃতী তান্ডব শান্তিপুরে। এবার দোকান বন্ধ করে ফেরার পথে মোবাইল ফোন ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। আর পুজোর মুখে এহেন ব্যবসায়ী আক্রান্তের ঘটনায় চিন্তার ভাঁজ শান্তিপুরের ব্যবসায়ী মহলে। সূত্রের খবর, শান্তিপুরের নতুন হাট এলাকার এক মোবাইল ব্যবসায়ী মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাইকে করে বাড়ী ফিরছিলেন। অভিযোগ পথে শান্তিপুর শ্যামবাজার এলাকায় হেলথ কেয়ারের সামনে একটি গাড়িতে থাকা 3 দুষ্কৃতী তাদের পথ আটকে মারধর করে।