তুফানগঞ্জ ১: DEB ও পুলিশের যৌথ অভিযানে তুফানগঞ্জ শহরের দুটি খাবারের দোকান বাজেয়াপ্ত সাতটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার
খাবারের দোকানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার অভিযোগে তুফানগঞ্জ শহরের দুটি খাবারের দোকানে শুক্রবার ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং তুফানগঞ্জ থানার পুলিশ যৌথভাবে অভিযানে নেমে এই গ্যাস সিলিন্ডার গুলো বাজেয়াপ্ত করেছে। খাবারের দোকানে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার না করে গোপনে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল। গোপন সূত্র খবর পেয়েই এদিন হানা দেয় ডিইবি এবং পুলিশ।