চন্দ্রকোনা ২: মহেশপুরে তৃণমূলের SIR হেল্প ডেস্কে ফর্ম ফিলাপ সরজমিতে ক্ষতিয়ে দেখতে উপস্থিত ব্লক তৃনমূল সভাপতি।
চন্দ্রকোনার মহেশপুর এলাকায় খোলা হয়েছে তৃনমূলের SIR ফ্রম ফিলাপের হেল্প ডেস্ক শিবির, আজ সন্ধ্যায় সেই শিবির পরিদর্শন করলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি ছায়া দোলই ,উপস্থিত ছিলেন ভগবন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ইসমাইল খান উপস্থিত ছিলেন ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা সহ একাধিক তৃনমূল কংগ্রেসের কর্মীরা।