সকাল সকাল বাঁশঝাড়ের পাশে একটি আমগাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকালে স্থানীয়রা ওই ব্যক্তির দেহ দেখতে পান। এরপর প্রচুর মানুষ সেখানে ভীড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে ও-ই ব্যক্তির নাম তপন রায়(৪৭)। তার বাড়ি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে তেতুল তলা এলাকায়।