বারাসাত ১: ভাইফোঁটা সন্ধ্যায় বামনগাছি বোধন সংঘে 'ভূতনাথের রাজ্য মা': জীবন্ত ভূত দেখতে উপচে পড়া ভিড়
ভাইফোঁটা সন্ধ্যায় বামনগাছি বোধন সংঘে 'ভূতনাথের রাজ্য': জীবন্ত ভূত দেখতে উপচে পড়া ভিড় দীপাবলি মানেই আলোর রোশনাই আর শক্তির আরাধনা। এই ঐতিহ্যকে বজায় রেখেও প্রতি বছরই থিমে ভিন্ন চমক নিয়ে আসে বামনগাছি বোধন সংঘ। ক্লাবের ২৯তম বর্ষে এবার তাদের থিম 'ভূতনাথের রাজ্য'। ভাইফোঁটার সন্ধ্যাতেই এই মণ্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। মূলত, থিমটিকে ফুটিয়ে তোলার জন্য ব্যবহৃত 'মা জীবন্ত ভূত মডেল' দেখতেই ভিড় জমাচ্ছেন উৎসাহী মানুষজন। মণ্ডপের অভ্যন্তরে বিভিন্ন ধরনের শব্দ এবং