খানাকুল ১: ন্যাশনাল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রসিকচক এলাকার সোনালীর দৌড় বাড়াতে রানিং সু উপহার দিল পুলিশ
ন্যাশনাল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সোনালীর দৌড় বাড়াতে রানিং সু উপহার দিল পুলিশ।জানা যায়,ওড়িশা উনুষ্ঠিত হতে চলেছে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা,সেখানে 100মিটার দৌড়ে অংশ নেবে পুরশুড়ার রসিকচক গ্রামের মেয়ে সোনালি জানা।বাধা হয়ে দাঁড়িয়েছিল রানিং সু।বিষয়টি সে পুরশুড়া থানায় জানালে থানার OC বিষয়টি আরামবাগ SDPO কে জানান,এদিন SDPO ও মহকুমার চারটি থানার OC-র উপস্থিতিতে তার হাতে 21 হাজার টাকা মূল্যের সু তুলে দেওয়া হয়।পাশে থাকার আশ্বাস দিয়েছেন SDPO।সু পেয়ে খুশি সোনালি।