নন্দীগ্রাম ১: প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নন্দীগ্রাম BMT শিক্ষা নিকেতনে সভা গৃহে বাৎসরিক অনুষ্ঠানে করলো পাঠ কলা কেন্দ্র
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান নন্দীগ্রাম BMT শিক্ষা নিকেতনের সভা গৃহে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,একক আবৃত্তি, সমবেত আবৃত্তি সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে নন্দীগ্রামের সুনামধন্য আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র পাঠ কলা কেন্দ্র তার বাৎসরিক অনুষ্ঠান করলো। উপস্থিত বিশিষ্ট কবি রতনতনু ঘাঁটি,ঔপন্যাসিক রনেন্দ্র নাথ দাস,প্রাবন্ধিক বাপ্পাদিত্য মাইতি,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আনন্দময় দে ,সংস্থার কর্ণধার মোনাল