হবিবপুর: মাছ বিক্রি করে ফেরার পথে মর্মান্তিক পরিণতি— দুই যুবকের মৃত্যু,কাতলাপুকুর খড়ি এলাকায়
বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক — সঞ্জয় মার্ডি (২৬) ও নগেন কিস্কু (২৩)। সম্পর্কে দু’জন আত্মীয়,জানা গেছে, মাত্র ৪-৫ দিন আগে নতুন বাইক কিনেছিলেন তারা। সকালে হরিনাথপুরে শ্বশুরবাড়ি থেকে মাছ বিক্রি করে ফেরার পথে কাতলা পুকুর খারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গাছে ধাক্কা মারে।স্থানীয়রা আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে বুলবুলচন্ডী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান গাছে ধাক্কা লেগে মৃত্য