ধূপগুড়ি: চালসা গয়ানাথ বিদ্যাপীঠে পাচটি শ্রেণী কক্ষের ফ্যান চুরি হল,তদন্তে মেটেলি থানার পুলিশ
পুজোর ছুটি শেষে বুধবার থেকে খুললো বিদ্যালয়। এদিন সকালে পড়ুয়ারা বিদ্যালয়ে শ্রেণিকক্ষে গিয়েই দেখে সিলিংয়ের ফ্যান উধাও। এরপরেই পড়ুয়ারা বিষয়টি জানায় শিক্ষকদের। মাটিয়ালী ব্লকের চালসা গয়ানাথ বিদ্যাপীঠের ঘটনা। শুধু শ্রেণিকক্ষের ফ্যানেই না। একই চত্বরে থাকা চালসা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের জানালা ভেঙ্গে মটর চুরির ঘটনা ঘটেছে। চালসা গয়ানাথ বিদ্যাপীঠের পাঁচটি শ্রেণিকক্ষের ফ্যান চুরির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।