মুরারই ২: পাইকরের ৬ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাক, পরিবারের সঙ্গে পাইকর গ্রামে দেখা করলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম
পাইকর থানার অন্তর্গত পাইকর গ্রামের।সুইটি বিবি, সোনালি খাতুন সহ দুই পরিবারের মোট ছয়জন সদস্যকে বিজেপি শাসিত রাজ্যের দিল্লি পুলিশ সঠিক তদন্ত ছাড়াই অন্যায়ভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে পুশব্যাক করে দেয়। এর ফলে পরিবারগুলি মারাত্মক সমস্যায় পড়ে। এই ঘটনায় অসহায় পরিবারের সঙ্গে আজ অর্থাৎ সোমবার 15 সেপ্টেম্বর আনুমানিক সকালের দিকে।পাইকর গ্রামে দেখা করলেন মাননীয় রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম মহাশয়।